shamim35.blogspot. com

Invite your friends

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

*এক , টা , সত্য , গল্প , পডলে , চোখের, পানি, চলে , আসবে* ,


Tahmida Jannat°° নামে একটা মেয়ে কিছুদিন
আগে
মারা গেছে ক্যানসারে।
তার FB আপডেট
গুলা পড়ছি......
. ৭-৩-2013
আজ আমার
ক্যান্সার
জীবনের সপ্তম
দিন।
খবরটা আব্বু আম্মু
আমাকে দেয়ার
সাহস করে নাই।
সারিন
আমাকে জানায়
আমার লিউকেমিয়া।
কিভাবে নিব
ব্যাপারটা বুঝতে পারছিলাম
না।
আমিতো ক্যানসারকে চাই
নাই। তাহলে সে কেন
আসল
আমার কাছে।
আমিতো অন্য
কাউকে চেয়েছিলাম...
যাহা পাই তাহা চাইনা
.
১৩- ৭- 2013
শেষ পর্যন্ত
স্কুলে যাওয়াও
বন্ধ হল আমার।
ব্লিডিং বেড়ে যাচ্ছে।
কি অতভুত।
একসময় '
দিতে জ্বরের
ভান করে পড়ে থাকতাম।
আর এখন
স্কুলে যাওয়ার
জন্য সুস্থ
থাকার
অভিনয় করতে হয় ।
পোয়েটিক
জাস্টিস।
ক্যান্সার
মনে হয়
একটা মানুষের অতীতের সব
খোজ খবর
নিয়ে আসে।
এই যে একসময়
বৃষ্টি ভালো লাগত
না। কিন্তু এখন যেন
বৃষ্টিকেই আপন
মনে হয়।
রোদ অসহ্য
লাগে। রোদ
আমাকে আমার অক্ষমতার
কথা মনে করিয়ে দেয়।
.
২২-৯-2013
আজ আমার
বন্ধুরা আমাকে দেখতে এসেছিল। ঐশি,
মৌমিতা,
সানি, রিয়ন।
অনেকদিন পর
একটা ভালো সময়
কাটালাম।
কিন্তু কোথায় যেন
সুরটা কেটে গেছে।
আমি জানি ওরা আমায়
প্রচন্ড
ভালোবাসে।
সানি আমার চোখের
দিকে তাকাচ্ছিল
না।
লজ্জায়
বোধহয়।
সম্পর্কটা শেষ হয়েছে প্রায়
তিনমাস। আমার
ক্যান্সারের
কথা শুনে সানিই
আস্তে আস্তে দূরে সরে যায়।
আমি জানি ও আর মৌমিতা
প্রেম করা শুরু
করেছে। খারাপ
লেগেছে ওরা আমাকে খোলা মনে ব্যাপারটা জানালেই
পারত।
সত্যি কথা শোনার অধিকার
কি থাকেনা একজন
ক্যন্সার
রোগীর।
সবাই এমন
অভিনয় করে কেন?
.
১৬-১-2014
অনেকদিন
লিখিনি।
অনেক দেরি হয়ে গেছে।
রোগটা আমাকে গ্রাস
করে ফেলছে।
ইদানিং সানিকে খুব
মনে পড়ে।
ওকে ফোন দেই , ধরেনা।
ক্যান্সার
তো ছোঁয়াচে না।
তবে কেন এত
অবহেলা।
আজকাল রিসানের
সাথে কথা বলে সময়
কাটে আমার।
ছেলেটার
সাথে আমার
ফোনে পরিচয়। কোন শর্ত
ছাড়াই
ভালোবাসে আমায়।
কিন্তু
আমার কিছু
করার নেই।
একজন
ক্যান্সার
রোগীর
কাউকে ভালোবাসার
কিংবা কারো ভালোবাসা পাওয়ার
অধিকার নেই।
.
২৬-১-2014
দ্বিতীয়
কেমো দিয়ে বাসায়
আসলাম। চুলের ব্যপারে সবসময়
একটু
বেশি খুত
খুতে ছিলাম
আমি। নতুন
নতুন ব্র্যান্ডের
শ্যাম্পু
কন্ডিশনার
কিনতাম।
এখন আর
ওসবের প্রয়োজন হয়না।
চুলই নেই,
শ্যাম্পু
দিয়ে কি করব।
কাজের
বুয়াকে বলে ড্রেসিং টেবিল টাকে ঘর
থেকে বের
করে দিয়েছি।
আয়নায়
তাকাতে ভালো লাগেনা।
এদিকে আব্বু আম্মুর
মধ্যে ঝগড়া বেড়েই
চলেছে দিন
দিন। এই
সম্পর্ক
বেশিদিন টিকবে না আমি জানি।
ওইদিন
মাঝরাতে ঘুম
ভেঙ্গে দেখি আব্বু
আমার পায়ের
কাছে বসে কাদছে। ভালোবাসার
বিয়ের এ
কি পরিণতি।
ভালোবাসার
থেকে বোধহয়
ক্যান্সারও ভালো...
.
২-২-2014
২৬ ঘন্টা পর
আমার জ্ঞ্যান
ফিরল। রিসানের
সাথে ঝগড়া করলাম
অনেকক্ষন। ওর
সাথে ঝগড়া করতে আমার
ভালো লাগে।
ঝগড়া করার কেউ
থাকা লাগে জীবনে।
না হলে বেঁচে থাকাটাই
বৃথা...
.
১৩-৩-2014 গত ৪৮ ঘন্টায়
আমায়
নিয়ে যমে ডাক্তারে টানাটানি হয়েছে।
আমি আমার
সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি ডাক্তাররা যাতে
জিতে। কিন্তু
জানি শেষ
পর্যন্ত
জয়টা ক্যান্সারের
হবে।
লিখার শক্তি পাচ্ছিনা...
সানিকে অনেক
মিস করছি।
যদিও
মিস
করাটা উচিত না। ক্যান্সার
রোগীদের
কাউকে মিস
করার অধিকার
নেই
. ২৫-৫-2014
এই লিখাটাই
বোধহয় আমার
শেষ
লেখা হতে যাচ্ছে।
শেষ শক্তিটুকু জমিয়ে লিখাটা লিখছি।
আমার
রেখে যাওয়া জিনিসের
মধ্যে ডায়রিটা রিসানের
ভাগে পড়েছে।
ছেলেটার মধ্যে মানুষের
মুখে হাসি ফোটানোর
ঈশ্বর প্রদত্ত
ক্ষমতা আছে। ও
অনেক
ভালো থাকুক। লিখতে লিখতে চোখের
কোণে জল
জমে একফোটা।
এই
জলটা কার
জন্য। জানিনা। খুব মিস করব।
বাবা মাকে,
আমার ছোট্ট
বোন
টাকে। বন্ধুদের
মিস তো করবই। সানি ভালো থাকুক।
স্কুলের
সামনে যে মামাটা আচাড়
বিক্রি করত
তাকেও মিস
করব অনেক।
আচ্ছাস্বর্গে কি আঁচার
বিক্রি হয়।
মনে হয়না।
আরেকটা দিন
বেঁচে থাকার শখ ছিল। আফসোস।
যাহা চাই
তাহা পাইনা।
মে মাসের ২৭
তারিখে যুদ্ধটা শেষ
হয়.........|

Dekhen to kemon hoyeche

symphony w71i bikroy hobe bistarit jante nicher Link jan

অ্যান্ড্রয়েড এর দরকারি কিছো কোড



আসসালামু আলাইকুম। কেমন আছেন
সবাই ? আশা করি ভালোই আছেন।
আমিও আল্লাহর রহমতে ভালই
আছি। আজ আপনাদের
কাছে নিয়ে এলাম অসাধারন
একটি পোষ্ট।
অ্যান্ড্রয়েড সিকিউরিটি কোড
*#06# – IMEI নাম্বার প্রদর্শন করবে।
*2767*3855# – ফ্যাক্টরি রিসেট
কোড( ফনের সব ডাটা ডিলিট
হয়ে যাবে )
*#*#4636#*#* - ফোন
এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।
*#*#273282*255*663282*#*#* - সকল
মিডিয়া ফাইল ব্যাক আপ করার
কোড।
*#*#197328640#*#* – সার্ভিস টেস্ট
মোড কোড।
*#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন

*#*#1234#*#* – PDA এবং firmware
ভার্সন।
*#*#232339#*#* – Wireless LAN টেস্ট
কোড।
*#*#0842#*#* – ব্যাক লাইট ও
ভাইব্রেসন টেস্ট কোড।
*#12580*369# - সফটওয়্যার
এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।
*#*#2664#*#* – টাচ স্ক্রীন টেস্ট
কোড।
*#9900# – সিস্টেম ডাম্প মোড।
*#9090# – ডায়াগনস্টিক
কনফিগারেশন।
*#*#34971539#*#* –
ক্যামেরা ইনফর্মেশন।
*#872564# – ইউএসবি লগিন কন্ট্রোল।
*#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল
মেনু।
*#7465625# – ফোন লক স্ট্যাটাস।
*#*#7780#*#* – ফ্যাক্টরি রি-স্টোর
সেটিং। গুগল অ্যাকাউন্ট সহ সকল
সিস্টেম ডাটা মুছে যাবে।
*2767*3855# – ফ্যাক্টরি ফরম্যাট
সেটিং। সকল ইন্টারনাল
এবং এক্সটারনাল
ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার
রি-ইন্সটল হবে।
*#*#4636#*#* – ফোন
এবং ব্যাটারি ইনফর্মেশন।
*#*#273283*255*663282*#*#* - ফাইল
কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড,
ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ
করা যাবে।
*#*#197328640#*#* - সার্ভিস মোড
কোড। বিভিন্ন টেস্ট ও
সেটিং বদলানোর জন্য।
*#*#7594#*#* – এই কোড আপনার ইন্ড
কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট
পাওয়ার অফ বাটন এ পরিনত করবে।
*#*#8255#*#* - G Talk সার্ভিস মনিটর
কোড।
*#*#34971539#*#* -
ক্যামেরা ইনফর্মেশন।
ক্যামেরা ফার্মওয়্যার আপডেট
অপশন টি ব্যবহার করবেন না।
এতে আপনার ক্যামেরা ফাংশন
বন্ধ হয়ে যাবে।
W-LAN, GPS and Bluetooth Test Codes:
*#*#232339#*#* OR *#*#526#*#* OR
*#*#528#*#* – W-LAN টেস্ট কোড।
টেস্ট শুরু করার জন্য মেনু বাটন
ব্যবহার করুন।
*#*#232338#*#* - ওয়াইফাই ম্যাক
এড্রেস।
*#*#1472365#*#* - জিপিএস টেস্ট।
*#*#1575#*#* - আরেকটি জিপিএস
টেস্ট কোড।
*#*#232331#*#* – Bluetooth টেস্ট
কোড।
*#*#232337#*# - Bluetooth ডিভাইস
ইনফর্মেশতেস
*#*#0588#*#* - প্রক্সিমিটি সেন্সর
টেস্ট।
*#*#0*#*#* - এলসিডি টেস্ট।
*#*#2664#*#* – টাচ স্ক্রীন টেস্ট।
*#*#2663#*#* - টাচ স্ক্রীন ভার্সন।
*#*#0283#*#* – প্যাকেট লুপ ব্যাক।
*#*#0673#*#* OR *#*#0289#*#* -
মেলোডি টেস্ট।
*#*#3264#*#* - র্যাম ভার্সন টেস্ট।

সোমবার, ২৫ আগস্ট, ২০১৪

doniya ta kothay ache


•|•()~ এমন ভালবাসা কেউ কইরনা ~()•|•
দশ মাস দশ দিন পরে,
জন্ম নেবো তোমার ঘরে, মাগো!
কি দোষ আমার, একলা ফেলে
... কোথায় তুমি ভাগো !
বাপের ১০ মিনিটের সুখ,
তোমার ১০ মাসের এক বোঝা,
সস্তা প্রেমের পরিণতি
এতোটাই কি সোজা !?
কি পাপ আমার, আমারে ক্যান
জলে ফেল্লি মা ?
নর্দমাতে ডুবি আমি
সাতাঁর জানি না !..
নাভিটাও কাটলিনা মা !
তুই যে বড়ৈ অলস !
"নাড়ি ছেঁড়া ধন" আমি তোর
ক্যামনে এটা বলোশ ?
সমাজ ভয়ে হয়তো আমায়
রাখলি নিচে নামায়,
মাগো !
১০ মিনিটের সুখের লাইগা
আর মারিশ না আমায় !!



√√ http://downloads.ziddu.com/download/24002983/10430372_789482 √√